Logo

সারাদেশ

কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম

বাউফলে রাস্তা নির্মাণে শ্রমিকের বদলে ভেকু

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:০২

বাউফলে রাস্তা নির্মাণে শ্রমিকের বদলে ভেকু

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের (টি.আর), কাবিখা এবং কাবিটা কর্মসূচির আওতায় একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাজ শুরু করতে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। টাকা না দিলে কাজ শুরু করা হয় না। এ ছাড়া, প্রকল্প নীতিমালা লঙ্ঘন করে মাটি ভেকু দিয়ে কেটে রাস্তা কাজ করা হচ্ছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কালাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে রাস্তা মেরামতের জন্য ৮.৮৮৪ মেট্রিকটন গম বরাদ্দ করা হয়েছে। এছাড়া, ৫নং ওয়ার্ডে রাস্তা উন্নয়নের জন্য ২ রাখ ৩৬ হাজার ৭১৪ টাকা বরাদ্দ রয়েছে।

তবে স্থানীয়রা দাবি করেন, প্রকল্পের আওতায় রাস্তার কাজ শুরু করতে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও কালাইয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার এ অনিয়মের বিষয়টি আংশিকভাবে স্বীকার করেছেন।

তিনি জানান, জরুরি প্রয়োজনেই কিছু মাটি ভেকু দিয়ে কাটা হয়েছে। তবে বাকি কাজ শ্রমিকদের দিয়ে করা হয়েছে। তিনি আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ জানান, অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে এবং টাকা ফেরত দেওয়া হবে।

আরিফুল ইসলাম সাগর/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর