Logo

সারাদেশ

নওগাঁয় ইরি-বোরোর রেকর্ড ফলন, চাল হবে ৮ লাখ টনের বেশি

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:০৮

নওগাঁয় ইরি-বোরোর রেকর্ড ফলন, চাল হবে ৮ লাখ টনের বেশি

ছবি : বাংলাদেশের খবর

চলতি মৌসুমে নওগাঁতে ইরি ও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বৈশাখ মাসের প্রথম দিন থেকে জেলার ১১টি উপজেলার মাঠে ধান কাটার কাজ শুরু হয়েছে।

শস্যভাণ্ডার খ্যাত নওগাঁর মাঠগুলোতে সোনালি ধানের আচ্ছাদন দেখা যাচ্ছে। যেখানে কৃষকরা কাস্তে নিয়ে মাঠে নেমেছেন।

চলতি বছর জেলার ১ লাখ ৯২ হাজার ৩৭০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। যার থেকে প্রায় ৮ লাখ ৭২ হাজার ৫৩০ মেট্রিক টন চাল উৎপাদিত হবে। ধান উৎপাদন নিয়ে স্থানীয় কৃষকরা সন্তুষ্ট, এবং এতে প্রান্তিক অর্থনীতি চাঙা হচ্ছে।

কৃষক নুরুল ইসলাম জানান, এবার ফলন ভালো হওয়ায় সবাই খুশি।

আরেক কৃষক মাসুদ রানা বলেন, ‘কষ্টের ফসল ঘরে তুলতে পেরে আনন্দিত।’

কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, কৃষকদের ৮০ শতাংশ ধান পাকলে ধান কাটা শুরু করতে বলা হয়েছে।

এম এ রাজ্জাক/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর