Logo

সারাদেশ

বাঁশখালীতে বিদেশিদের নজর কাড়ল কৃষক-চাষাবাদ

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:১৩

বাঁশখালীতে বিদেশিদের নজর কাড়ল কৃষক-চাষাবাদ

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের বাঁশখালীর কৃষিকাজ ও প্রান্তিক কৃষকের দক্ষতা দেখতে দিনব্যাপী মাঠপরিদর্শনে এসেছেন বিদেশি কৃষি বিশেষজ্ঞ দল।

মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলার সাধনপুর, বৈলছড়ি ও শীলকূপ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে তারা কৃষকদের সঙ্গে কথা বলেন, সরেজমিনে পরিদর্শন করেন কৃষিপণ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থা।

দোভাষীদের সহায়তায় কেউ মাটিতে বসে, কেউ একান্তে মনোযোগ দিয়ে কৃষকের অভিজ্ঞতা শোনেন। একজন বিদেশি প্রতিনিধি কৃষকের সঙ্গে গানও গেয়ে সময় কাটান।

এসএসিপি প্রকল্পের আওতায় প্রশিক্ষিত কৃষকদের সঙ্গে আধুনিক চারা উৎপাদন, বাজারজাতকরণ ও লাভ-ক্ষতি বিষয়ে আলোচনা করেন তারা। এসময় ছড়া খনন, সেচব্যবস্থা ও উচ্চমূল্যের ফসল চাষাবাদের প্রকল্পও ঘুরে দেখেন বিশেষজ্ঞরা।

বাঁশখালী উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ পরিদর্শনে অংশ নেন মিশন টেকনিক্যাল লিডার কিস ব্লক, আইএফএড বাংলাদেশের পরিচালক ভ্যালান্টাইন আচাঞ্চো, প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাবিল রহমান, লিঙ্গ ও সামাজিক অন্তর্ভুক্তি কর্মকর্তা নিষ্ঠা বশিষ্ঠ, মূল্যায়ন বিশেষজ্ঞ ড. সাইফুল ইসলাম ও এসএসিপির প্রকল্প পরিচালক ড. এমদাদুল হক।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর