বিশ্ব বই দিবস আজ
ফেনীর লাইব্রেরিতে বইপ্রেমী কম, চাকরিপ্রত্যাশীর ভিড় বেশি

এম. এমরান পাটোয়ারী, ফেনী
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:১৮
-6808f69f37dca.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘বই কিনে কেউ কখনও দেউলিয়া হয় না’—সৈয়দ মুজতবা আলীর এই বিখ্যাত উক্তির গুরুত্ব যেন দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছে। ফেনীর জেলা গণগ্রন্থাগার, নবীন চন্দ্র সেন পাবলিক লাইব্রেরি ও সরকারি কলেজ লাইব্রেরিতে এখন বইপড়ুয়া পাঠকের চেয়ে চাকরিপ্রত্যাশীদের ভিড়ই বেশি।
বিশ্ব বই দিবস উপলক্ষে সরেজমিন দেখা গেছে, ফেনীর পাঠাগারগুলোতে পাঠকের উপস্থিতি থাকলেও, তা মূলত চাকরিপ্রস্তুতিমূলক বই ঘিরেই। জ্ঞানচর্চার উদ্দেশ্যে বই পড়তে আসা পাঠকের সংখ্যা তুলনামূলকভাবে কম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাস করে দীর্ঘদিন লাইব্রেরিমুখী জামিল আহমেদ বলেন, ‘লাইব্রেরি মানসিক প্রশান্তির জায়গা। বইয়ের মাঝে থাকলে সময়ও ভালো যায়।’
অন্যদিকে, ফেনী কলেজের শিক্ষার্থী সিফাত উল্যাহ জানান, ‘চাকরির প্রস্তুতির জন্যই লাইব্রেরি যাই। উপন্যাস বা সাহিত্যের পাঠক এখন খুবই কম।’
জেলা গণগ্রন্থাগারিক কামরুল হাসান জানান, ‘প্রায় ৩৪ হাজার বই থাকলেও, পাঠকদের আগ্রহ মূলত চাকরিমুখী বইতে সীমাবদ্ধ।’
ফেনী কলেজের গ্রন্থাগারিক আরজিনা আক্তার জানান, ‘২০ হাজার বইয়ের সংগ্রহ রয়েছে আমাদের। অনেকেই বাইরে থেকেও পড়তে আসেন। তবে জায়গার সংকটে সবাই বসার সুযোগ পান না।’
বিশ্ব সাহিত্যের তিন কিংবদন্তি—উইলিয়াম শেক্সপিয়ার, মিগেল দে থের্ভান্সেস ও ইনকা গার্সিলাসো দে ভেগার প্রয়াণ দিবস ২৩ এপ্রিলেই হওয়ায় এ দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে পালন করে ইউনেস্কো।
জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পথে বইয়ের পাঠ কমে যাওয়া উদ্বেগজনক বলেই মনে করছেন সচেতন মহল।
এআরএস