সুনামগঞ্জ মেডিকেলের শাটডাউন প্রত্যাহার
দাবি পূরণের আশ্বাসে ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:২৯
-6808f930255d4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দাবি পূরণের আশ্বাস পেয়ে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
লিখিত বক্তব্য পাঠ করেন তৃতীয় বর্ষের মৌনতা নাথ মিশি, চতুর্থ বর্ষের মো. হারুন অর রশিদ ও পিয়াস চন্দ্র দাস এবং দ্বিতীয় বর্ষের কায়েস আব্দুল্লাহ জামান।
আন্দোলনকারীরা জানান, হাসপাতালের কার্যক্রম ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে চালু করা, ট্রান্সপোর্ট সংকট নিরসন, সার্জারি ও মেডিসিনসহ সকল ক্লিনিক্যাল বিভাগে ওয়ার্ড চালু, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগসহ ছয় দফা দাবিতে তারা আটদিন ধরে আন্দোলন করছিলেন।
২২ এপ্রিল কলেজ ও ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তাৎক্ষণিক কিছু সমস্যার সমাধান এবং সময়সাপেক্ষ বিষয়ে রোডম্যাপ দেওয়ায় তারা আশ্বস্ত হয়েছেন বলে জানান।
শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আন্দোলন প্রত্যাহার করছি। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
তারা যৌক্তিক দাবিতে পাশে থাকার জন্য সাধারণ জনগণ, মেডিকেল কমিউনিটি ও গণমাধ্যমকে ধন্যবাদ জানান।
মো. আব্দুল হালিম/এআরএস