Logo

সারাদেশ

গ্রুপিংয়ের রাজনীতির খেসারত

আনোয়ারায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৮ নেতাকর্মী গ্রেপ্তার

চার মামলায় আসামি প্রায় ২ শতাধিক

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:৪৪

আনোয়ারায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় আহত উপজেলা বিএনপির সদস্য আব্দুল গফুর সওদাগর বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়া মোস্তাফিজুর রহমানও অপহরণ মামলা দায়ের করেছেন। পুলিশের ওপর হামলার অভিযোগে থানার এসআই জুয়েল মিয়া আরও একটি মামলা করেন। অস্ত্র সংরক্ষণের দায়ে মোহাম্মদ ফোরকান ও জিয়াউল কাদের জিয়ার বিরুদ্ধে আলাদা মামলা দায়ের হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দুধ কমুড়া গ্রামের নুরুল আবছার, আবুল কালাম আজাদ, আনিসুর রহমান আরফাত, মো. শফিউল আলম, মো. কাশেম ও মোস্তাক আহমেদ।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ‘সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চলবে। শান্তি-শৃঙ্খলা না ফিরলে অভিযান অব্যাহত থাকবে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর