আইনশৃঙ্খলা সভা
রূপগঞ্জে সিসি ক্যামেরা বৃদ্ধি, অবৈধ দখল উচ্ছেদের সিদ্ধান্ত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:৫১
-6808fe7e5b728.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত সভায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন এবং হত্যা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করা হবে এবং ঢাকা-সিলেট মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি রোধে সরকারি সকল প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বৃদ্ধি করা হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস, উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাংবাদিক রিয়াজ খাঁন ও এন বি আকাশসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এন বি আকাশ/এআরএস