কোস্টগার্ডের সফল অভিযানে সুরক্ষিত সুন্দরবন উপকূল

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২১:০৫
-680901cc4eb32.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা গত আট মাসে দক্ষিণ-পশ্চিম উপকূল ও সুন্দরবনের নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষা এবং সমুদ্রসীমায় সার্বভৌমত্ব বজায় রাখতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
বুধবার (২৩ এপ্রিল) কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান।
তিনি জানান, ৫ জানুয়ারি বাংলাদেশ-ভারত সমুদ্রসীমায় ৯৫ ভারতীয় জেলেকে ৬টি নৌকাসহ ফেরত পাঠানো হয়। পাশাপাশি ৯০ বাংলাদেশি জেলেকে ২টি নৌকাসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়া, সমুদ্রে দুর্ঘটনাকবলিত ৩৫ জন জেলেকে উদ্ধার করা হয়। উপকূলীয় অঞ্চলের ২ হাজারেরও বেশি দুস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
কোস্টগার্ডের অভিযানগুলিতে ৮৫ সন্ত্রাসী ও জলদস্যু আটক হয়। এ সময় ৯০টি আগ্নেয়াস্ত্র, ৩৯০ রাউন্ড গুলি, ১০টি বোমা ও ককটেল জব্দ করা হয়। মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ইয়াবা, ২৪ কেজি গাঁজা, বিদেশি মদ ও বিয়ার ধ্বংস করা হয়।
সুন্দরবনের সম্পদ রক্ষায় কোস্টগার্ড সদস্যরা ৮১ হাজার ভারতীয় বিড়ি, ৬৩৫টি কাঠের গুঁড়ি, ৬০০ কেজি হরিণের মাংস, ৮টি হরিণের চামড়া এবং ২০০ ফাঁদ জব্দ করেছে। এ সময় ২০ জন হরিণ শিকারি আটক হয়। এছাড়া, অবৈধ মাছ ধরার ১ হাজার কোটি টাকা মূল্যের জাল, ৩০০ কোটি টাকার রেণুপোনা ও বিষাক্ত চিংড়ি জব্দ করা হয়।
কোস্ট গার্ড ভবিষ্যতে নৌবাহিনী, র্যাব, পুলিশ, বন বিভাগ ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ক্যাপ্টেন মেহেদী হাসান।
শেখ আবু তালেব/এআরএস