Logo

সারাদেশ

ওজনে কারচুপি

নাটোরে তিন মিনি পেট্রোল পাম্পকে বিএসটিআইয়ের জরিমানা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২১:১৬

নাটোরে তিন মিনি পেট্রোল পাম্পকে বিএসটিআইয়ের জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে নাটোরের গুরুদাসপুরে তিনটি মিনি পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (২৩ এপ্রিল) দিনভর পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআইয়ের অভিযানে গুরুদাসপুরের চাঁচকৈড় খলিফাপাড়া এলাকার পদ্মা অয়েল কোং প্যাকড ডিলার ‘নজরুল এন্টারপ্রাইজ’-এ ডিজেল, পেট্রোল ও অকটেন ওজনে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়।

মালিক হুমায়ুন কবির তপু অপরাধ স্বীকার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগেও একাধিকবার একই অভিযোগে জরিমানা ও সতর্কতা জারি করা হয়েছিল।

একই প্রতিষ্ঠানের চাঁচকৈড় বাজার শাখায় গোখাদ্য ও পেট্রোলিয়ামজাত দ্রব্য একসঙ্গে রাখার অপরাধে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ শাখা পরিচালনা করেন নজরুল ইসলামের ছেলে টিপু সুলতান।

এ ছাড়া মডেল মসজিদের পাশে অবস্থিত ‘লামিয়া এন্টারপ্রাইজ’-এর মালিক আখতারুজ্জামানও ওজনে কম দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানার মুখে পড়েন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। অভিযানে বিএসটিআই রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মিঠুন কবিরাজ এবং গুরুদাসপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ‘ওজন ও পরিমাপ আইন, ২০১৮-এর ২৯ ধারায় এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’

মেহেদী হাসান তানিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর