Logo

সারাদেশ

চাঁদপুরে যানজটমুক্ত শহরের লক্ষ্যে কর্মশালা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২১:২৫

চাঁদপুরে যানজটমুক্ত শহরের লক্ষ্যে কর্মশালা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর শহরকে যানজটমুক্ত এবং নিরাপদ যাতায়াতের লক্ষ্যে চাঁদপুর পৌরসভার সম্মেলন কক্ষে বুধবার (২৩ এপ্রিল) বিকালে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

শহরের উন্নত যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে আয়োজিত এই কর্মশালায় সভাপতির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া।

তিনি বলেন, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যানবাহন হিসেবে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশার বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। তিনি আরও বলেন, চালকদের পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে।

পৌর প্রশাসক উপস্থিত উদ্যোক্তা কোম্পানির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘নতুন প্রযুক্তির যানবাহন শহরের সকল মানুষের সাথে পরিচিত করতে হবে এবং এর সাশ্রয়ী ব্যবহারের জন্য সুবিধা দিতে হবে।’

এছাড়া, অন্যান্য বক্তব্য রাখেন পৌর সচিব আবুল কালাম ভ’ইয়া এবং নুরুল আমিন আকাশ। কর্মশালায় রোটারিয়ান সোহেল শেখের সঞ্চালনায় সম্ভাবনাময় নতুন প্রযুক্তির যানবাহন নিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন ট্রেড ইন্টারকন্টিনেন্টালের বিজনেস হেড মো. নাঈম হাসান খান এবং আকিজ বাইসাইকেল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রবিন খান।

এছাড়া ইটিটি (ই টমটম) এর সিইও ও ফাউন্ডার মো. জয়নাল আবেদীন ডকুমেন্টারি উপস্থাপন করেন।

আলআমিন ভূঁইয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর