সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক মেশানো অপরিপক্ক আম বিনষ্ট

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২১:৪০
-68090a025bfb2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সাতক্ষীরায় শহরের বাইপাস এলাকা থেকে পুলিশ ট্রাকভর্তি প্রায় ৪ মেট্রিকটন অপরিপক্ক আম জব্দ করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সদর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানো ১০ ক্যারেট গোবিন্দভোগ আম গাড়ির চাকায় ফেলে বিনষ্ট করা হয়। এছাড়া রাসায়নিকমুক্ত ১৬০ ক্যারেট আম ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। তবে, এসময় পুলিশ কোনো অসাধু চক্রকে আটক করতে পারেনি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ জানান, সাতক্ষীরার আমের সুনাম রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে এবং ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুস সামাদ/এআরএস