Logo

সারাদেশ

‘জুলাই স্প্রিট’ ধারণ করে এগিয়ে চলার আহ্বান শিবির সভাপতির

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২১:৪৮

‘জুলাই স্প্রিট’ ধারণ করে এগিয়ে চলার আহ্বান শিবির সভাপতির

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায় এবং আধুনিক জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিবিরকর্মীদের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে।

বুধবার (২৩ এপ্রিল) দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি ছাত্রশিবিরের কর্মীদের সততার সাথে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

জাহিদুল ইসলাম আরও বলেন, ‘জুলাই স্পিরিট’ ধারণ করে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের আদর্শিক সম্পর্ক রয়েছে জামায়াতের সঙ্গে। যেসব সংগঠন দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে কাজ করবে, তাদের সঙ্গে সম্পর্ক নিবিড় থাকবে।’

এ সময় তিনি নির্বাচনের বিষয়েও কথা বলেন, ‘নির্বাচন অবশ্যই হবে, তবে তা তাড়াহুড়া না করে প্রয়োজনীয় সংস্কারের পর হতে হবে।’

দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাসুদ রানা'র সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।

পরবর্তীতে, জাহিদুল ইসলাম স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যেখানে তিনি বলেন, ‘জুলাই আগস্টের পর মানুষের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মতো অবস্থা তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির বাংলাদেশ চাই, এবং এই পথে চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদের প্রস্তুত থাকতে হবে।’

রহমত আল আকাশ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর