Logo

সারাদেশ

কালিয়াকৈরে গর্ভবতী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২১:৫৫

কালিয়াকৈরে গর্ভবতী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় সাত মাসের গর্ভবতী এক নারীকে ধর্ষণের অভিযোগে শাহাদৎ হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত যুবককে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারী ও তার স্বামী শাহাদৎ হোসেনের বাসায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরেই ভাড়াটিয়া নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সোমবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে তিনি জোরপূর্বক নারীকে ধর্ষণ করেন।

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে অভিযুক্ত যুবক ক্ষিপ্ত হয়ে গালিগালাজ এবং বাসা ছাড়ার হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগীর স্বামী কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেলোয়ার হোসেন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর