Logo

সারাদেশ

ফেনীতে আ.লীগ সমর্থিত তিন ইউপি সদস্য আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২১:৫৯

ফেনীতে আ.লীগ সমর্থিত তিন ইউপি সদস্য আটক

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগ সমর্থিত তিন ইউপি সদস্যকে আটক করে যৌথবাহিনীর হাতে হস্তান্তর করেছে ছাত্র জনতা।

বিগত সরকারের দোসরদের মধ্যে কিছু সদস্য ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী অবরুদ্ধ করে। পরে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাধানগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন, ০১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ সোহেল, এবং সাবেক আওয়ামী লীগ নেত্রী আসমাউল হোসনা।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ জানান, গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। তাদের বিরুদ্ধে ফেনীর মহিপাল ছাত্র হত্যার মামলা এবং ফেনীর মুহুরীগঞ্জে হামলার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর