Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৭

ঠাকুরগাঁওয়ে ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ঠাকুরগাঁওয়ে শতাধিক অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। দুই দিনের অভিযানে ৪ ভাটায় ২৪ লাখ জরিমানা ও তিনটি ইটভাটার চিমনি ও কাচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দিনব্যাপী অভিযানে নেমে ঠাকুরগাঁও নিমবাড়ি এলাকার বাড়ি ভাটা ও মোহাম্মদপূর এলাকার ঘরভাটা চিমনিসহ সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। 

এর আগে মঙ্গলবার সারাদিন অভিযান চালিয়ে ৪টি ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা ও একটি ইটভাটার চিমনিসহ সম্পূর্ণ ভাটা ভেঙে ফেলা হয়।

এ সময় ভাটায় ইটার চিমনি স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। 

ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তামিম হাসান বলেন, যেসব ইটভাটার বৈধ কাগজপত্র নেই, ইটভাটাগুলোর আশপাশে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতি রয়েছে, সেসব ইটভাটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইটভাটায় কৃষিজমির উর্বর মাটির ব্যবহার কমানোসহ পরিবেশের ক্ষতিসাধন রোধে এবং বায়ুদূষণ কমাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আবু সালেহ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর