Logo

সারাদেশ

নির্বাচিত হওয়ার পর আওয়ামী সমর্থকের শুভেচ্ছা, বিএনপি সভাপতিকে শোকজ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৪৩

নির্বাচিত হওয়ার পর আওয়ামী সমর্থকের শুভেচ্ছা, বিএনপি সভাপতিকে শোকজ

পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নানকে নির্বাচনের চার দিনের মাথায় দল থেকে শোকজ করা হয়েছে। নির্বাচনের পর স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

বুধবার (২৩ এপ্রিল) বিএনপির জেলা ইউনিটের আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

নোটিশে বলা হয়েছে, ‘আপনি বোদা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর বিগত ফ্যাসিস্ট দোসরদের দ্বারা অভিনন্দিত হওয়ার সম্মিলিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং শৃঙ্খলা পরিপন্থী।’

‘এমন শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না— পত্র প্রাপ্তির ৭২ ঘণ্টা মধ্যে তা জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’ 

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।

তবে অভিযোগ প্রসঙ্গে আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, বোদা ফ্রেন্ডস ক্লাবে আমাকে ফুল দেওয়া হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাকে শোকজ করা হয়েছে। আমি ইতোমধ্যে পত্রটি হাতে পেয়েছি এবং ৭২ ঘণ্টার মধ্যে জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছি।

গত ১৯ এপ্রিল (শনিবার) বোদা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনেই সভাপতি নির্বাচিত হন আব্দুল মান্নান।

দলীয় সূত্র বলছে, যাদের কাছ থেকে ফুল গ্রহণ করা হয়েছে, তারা স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং এ বিষয়ে সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসকে দোয়েল/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর