Logo

সারাদেশ

সীমান্তে টাস্কফোর্স অভিযান, জব্দ ৪০ লাখ টাকার ভারতীয় ফুচকা

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:০৪

সীমান্তে টাস্কফোর্স অভিযান, জব্দ ৪০ লাখ টাকার ভারতীয় ফুচকা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তে টাস্কফোর্স অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় খাদ্যদ্রব্য জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিন্নাকুলি এলাকায় এ অভিযান চালানো হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে অংশ নেন বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযান শেষে ইউএনও আবুল হাসেম জানান, জব্দকৃত খাদ্যদ্রব্যের মধ্যে ৩০৯ বস্তা ভারতীয় ফুচকা রয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।

তিনি আরও জানান, জব্দ করা মালামাল বর্তমানে লাউড়েরগড় বিজিবি ক্যাম্পে সংরক্ষিত আছে। পরবর্তীতে তা নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

  • মো আব্দুল হালিম/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর