Logo

সারাদেশ

ওভারটেক করতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:১৪

ওভারটেক করতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় মো. রাকিব (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব মানিকগঞ্জ সদর উপজেলার নারিকুলি এলাকার রজব আলীর ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সেলফি পরিবহনের একটি বাস শ্রীরামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি বাসের সামনে চলে এলে সেটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর