Logo

সারাদেশ

টিকটক নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে দুই এসএসসি পরীক্ষার্থী আহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৪

টিকটক নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে দুই এসএসসি পরীক্ষার্থী আহত

ঝিনাইদহের কালীগঞ্জে টিকটক নিয়ে বিরোধের জেরে দুই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।  

আহত দুই শিক্ষার্থী হলেন, কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়ার আনোয়ার হোসেনের ছেলে ইফতেখার আনোয়ার প্রেম (১৫) এবং মোবারকগঞ্জ চিনিকলের সাবেক ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মাসুদুর রহমানের ছেলে নাজমুস সাকিব হিমেল (১৫)। তারা দুজনেই চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন।  

এ ঘটনায় ছুরিসহ হাতে-নাতে ধরা পড়েছেন যশোরের বাসিন্দা রিয়াজ হোসেন উরফে ট্যাটু রিয়াজ (২২)। তিনি যশোর পুলিশ লাইন এলাকার নান্নু মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, টিকটকে হুমকি ও কটাক্ষের জেরে যশোর থেকে রিয়াজ ও তার এক বন্ধু কালীগঞ্জে এসে মোবারকগঞ্জ চিনিকল কলোনিতে এক আত্মীয়ের বাসায় ওঠেন। পরে তারা স্কুল মাঠে গিয়ে হিমেলের সঙ্গে দেখা করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী হৃদয় হোসেন বলেন, বিকেলে ছোট ভাইদের সঙ্গে মাঠে ছিলাম। দেখি যশোর থেকে আসা দুই যুবক হিমেলের সঙ্গে কথা কাটাকাটি করছে। পরে তারা চলে গিয়ে আবার ফিরে আসে। এরপর হিমেলকে হুমকি দিতে থাকে। একপর্যায়ে রিয়াজ ছুরি বের করে আঘাত করে। হিমেল ও প্রেম—দুজনেরই পায়ে আঘাত লাগে।  

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা বর্তমানে শঙ্কামুক্ত।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আটক রিয়াজের কাছ থেকে অত্যাধুনিক ধরনের চাকু উদ্ধার করা হয়েছে। এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অস্ত্র। এখনও লিখিত অভিযোগ পাইনি, তবে শিক্ষার্থীদের পরিবার অভিযোগের প্রস্তুতি নিচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • এম বুরহান উদ্দীন/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর