ওরসকে কেন্দ্র করে শাহজালাল মাজারে ‘অসামাজিকতা’ বন্ধের আহ্বান

সিলেট ব্যুরো
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৫

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের বার্ষিক ওরস ও ‘লাকড়ি তোড়া’ উৎসব ঘিরে সব ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে আহ্বান জানিয়েছে ‘শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলা’।
বুধবার (২৩ এপ্রিল) নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়ায় আয়োজিত এক সভায় এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম মাওলানা শায়েখ আব্দুস সোবহান।
সভায় জানানো হয়, প্রতিবছরের মতো এবারও ২৫ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে ‘লাকড়ি তোড়া’ উৎসব। এ উপলক্ষে মাজার চত্বরে যাতে কোনোভাবেই শিরক-বিদ‘আত, অশ্লীলতা, গান-বাজনা, মাদক সেবন ও উগ্র আচরণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে আয়োজকদের।
সভায় সিদ্ধান্ত হয়, মাজারের পবিত্রতা রক্ষায় পক্ষকালব্যাপী বিশেষ কর্মসূচি চালাবে তাওহিদি কাফেলা। কর্মসূচির মধ্যে রয়েছে, ব্যাপক গণসংযোগ, প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতবিনিময়।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ধর্মপ্রাণ মুসলমানদের দাবিতে শাহজালাল মাজারে সাপ্তাহিক ওরসের গান-বাজনা ও মাদক আসর বন্ধ হয়েছে। এবারও যেন সেই ধারাবাহিকতা বজায় থাকে এবং ইসলামী শালীনতার পরিবেশে ওরস সম্পন্ন হয়।
তারা আরও বলেন, মাজার কর্তৃপক্ষকে ধর্মপ্রাণ জনতার ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরিবিলি জিয়ারতের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায়, সংগঠন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সভা পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মাওলানা রেজাউল করিম জালালি ও মাওলানা নুমানি চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আসজাদ আহমদ, হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা কামরুল হক, মাওলানা আব্দুল্লাহ মনসুর, মুফতি মুহাম্মদ কয়েস, মুফতি মুহাম্মদ উবায়েদ, সাংবাদিক রেজাউল হক ডালিম, মাওলানা মাজহারুল ইসলাম ও মাওলানা মনসুর আহমদ প্রমুখ।
- রেজাউল হক ডালিম/এটিআর