Logo

সারাদেশ

শ্রীপুরে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৩:১৭

শ্রীপুরে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের গভীর বন থেকে একটি এবং শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া এলাকা থেকে অপর মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন, উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সন্তোষ সরকারের ছেলে মৃদুল সরকার (৩২) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পুকুরিয়া বেপারিপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে মনির হোসেন (২২)। রিপন শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের জজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া।

বৃহস্পতিবার সকালে নিশ্চিন্তপুর গ্রামের গভীর বনের ভেতর থেকে মৃদুল সরকারের লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে, বুধবার রাত ৩টার দিকে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মনিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃদুল সরকারকে বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বনের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

প্রতিবেশীরা জানান, মৃদুল সরকার সিঙ্গাপুর প্রবাসী। দ্বিতীয় মেয়াদে সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন। তিনি সিঙ্গাপুর যেতে পাঁচ-ছয় লক্ষ টাকা লোন করেছিলেন। কিছু দিন ধরে সংসারের অসচ্ছলতা ও ঋণের চাপে দ্বিধাদ্বন্দ্বে মানসিকভাবে চিন্তিত ছিলেন। ঋণের চাপ সইতে না পেরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।

এদিকে, বুধবার রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের জজ মিয়ার বাড়ি থেকে মনির হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘লাশ দুটি থানায় এনে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আতাউর রহমান সোহেল/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর