Logo

সারাদেশ

ভারতে প্রবেশকালে একই পরিবারের ৪ সদস্য আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৫:৩৯

ভারতে প্রবেশকালে একই পরিবারের ৪ সদস্য আটক

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে একই পরিবারের চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোররাতে উপজেলার বাশঁপাদুয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হরেন্দ্র কুমার শীলের ছেলে শ্রীদাম চন্দ্র শীল, তার স্ত্রী সঞ্জীতা রানী শীল, ছেলে নোবেল চন্দ্র শীল ও মেয়ে বর্ষা রানী শীল।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি টহল দল সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা বাংলাদেশি মানবপাচারকারী পরশুরাম উপজেলার বাঁশপাদুয়া গ্রামের নুরুল করিমের ছেলে মো. হাসান (৩০) ও উত্তর কেতরাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. আলী আহমেদের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবির অবস্থান টের পেয়ে হাসান পালিয়ে যায়।

বিজিবি ফেনীর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বাংলাদেশের খবরকে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর