Logo

সারাদেশ

শিক্ষার্থী পারভেজ হত্যা : প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৭:১৭

শিক্ষার্থী পারভেজ হত্যা : প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার

ঢাকায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলাম (১৯) কে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে র‌্যাব-১৩ এর সহযোগিতায় র‍্যাব-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। সে সময় মেহেরাজ তার মামা শ্বশুরের বাড়িতে আত্মগোপনে ছিল। এ নিয়ে আলোচিত এই মামলায় মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে র‍্যাব-১ এর উত্তরা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, মঙ্গলবার চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে মাহাথির হাসান (২০) ও কুমিল্লা থেকে হৃদয় মিয়াজি (২৩) কে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২০ এপ্রিল মধ্যরাতে ঢাকার মহাখালী ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে বনানী থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ইংরেজি বিভাগের একদল শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত হন টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৪)।

পারভেজের পরিবার অভিযোগ করেছে, বহিরাগতদের নিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পরদিন ২০ এপ্রিল পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির বনানী থানায় মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

এমএএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর