Logo

সারাদেশ

কক্সবাজার-মহেশখালী নৌপথে যুক্ত হলো আধুনিক সি-ট্রাক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৮:৪১

কক্সবাজার-মহেশখালী নৌপথে যুক্ত হলো আধুনিক সি-ট্রাক

ছবি : বাংলাদেশের খবর

পরীক্ষামূলক চলাচলে সফলতার পর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার-মহেশখালী নৌপথে যুক্ত হলো আধুনিক সি-ট্রাক ‘এসটি ভাষা শহীদ জব্বার’। ৯ কিলোমিটার দীর্ঘ এ নৌপথে মহেশখালী দ্বীপের প্রায় ৪ লাখ বাসিন্দা ও পর্যটকদের ভোগান্তি অনেকটাই নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিরাপদ যাতায়াত নিশ্চিত হওয়ায় দ্বীপে পর্যটকদের যাতায়াতও বাড়বে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সোয়া ১১টায় কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে সি-ট্রাক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

এরপর সি-ট্রাকটি ১১টা ২৫ মিনিটের দিকে মহেশখালী দ্বীপের উদ্দেশে রওনা হয় এবং দুপুর ১২টার দিকে মহেশখালী জেটিঘাটে পৌঁছে। এ সময় জেটিঘাটে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। নৌপরিবহন উপদেষ্টা ও তার সঙ্গে থাকা বিশিষ্ট বুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খানকে ফুল দিয়ে স্বাগত জানান ছাত্রজনতা। পরে দুই অতিথি উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় ড. সলিমুল্লাহ খান এ নৌপথের ভাড়া সাধ্যের মধ্যে রাখার পাশাপাশি আরও একটি সি-ট্রাক চালুর দাবি জানান।

ড. সাখাওয়াত হোসেন বলেন, ৪০-৫০ বছর ধরে এখানে একটি মাফিয়া চক্র কাজ করেছে। তাদের কারণে এ সি-ট্রাক আনতে ৮ মাস সময় লেগেছে। মামলার কারণে ৬ নম্বর জেটিঘাট এলাকায় ড্রেজিং করা যায়নি। তিনি আরও জানান, ভবিষ্যতে আরও একটি সি-ট্রাক চালু করা হবে।

নৌপরিবহন উপদেষ্টা জানান, বিআইডব্লিউটিএ প্রস্তাবিত ৫০ টাকার ভাড়া কমিয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট থেকে মহেশখালী যাতায়াতে একজন যাত্রীকে ভাড়া দিতে হবে ৩৫ টাকা। আর কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে যাতায়াতের জন্য দিতে হবে ৩০ টাকা। এছাড়া একবার ঘাটে টোল হিসেবে ৫ টাকা দিতে হবে।

এ নৌপথে প্রতিদিন তিনবার করে যাওয়া-আসা করবে ২৫০ জন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন সি-ট্রাকটি। চলাচলের সময়সূচি অনুযায়ী, কক্সবাজার থেকে প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট, দুপুর ১২টা ও সন্ধ্যা ৬টায় সি-ট্রাক ছেড়ে যাবে। আর মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসবে সকাল ৭টা ৩০ মিনিট, বেলা ১১টা ও বিকেল ৫টায়।

এ সি-ট্রাক চালুর মাধ্যমে সারা বছর ঝুঁকিমুক্ত ও নিরাপদ নৌযাতায়াত নিশ্চিত হলো স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর