Logo

সারাদেশ

শীতলক্ষ্যায় নিখোঁজের ২৫ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:১৩

শীতলক্ষ্যায় নিখোঁজের ২৫ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

জয় আহমেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

এর আগে বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে ট্রলারযোগে বাড়ি ফেরার সময় সহপাঠীদের সঙ্গে চলন্ত ট্রলার থেকে নদীতে গোসল করতে ঝাঁপ দেন জয় আহমেদসহ আরও সাতজন। অন্যরা তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন জয়।

নিহত জয় আহমেদ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের বাসচালক মারুফের ছেলে। তিনি পিআরডি হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ওই দিন ৩৮ জন পরীক্ষার্থী শিক্ষকদের সঙ্গে ট্রলারে করে বাড়ি ফিরছিলেন। চনপাড়া এলাকায় পৌঁছালে শিক্ষকদের নিষেধ সত্ত্বেও কয়েকজন নদীতে নেমে গোসল করেন। জয় নিখোঁজ থাকায় পরদিন নদীতে তার মরদেহ পাওয়া যায়।

এন বি আকাশ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর