ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শ্রীনগরে মহাসমাবেশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:২২
অ
-680a3affa006d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও পণ্য বর্জনের আহ্বানে মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হয়েছে মহাসমাবেশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পাইলট স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে জেলার সর্বদলীয় ওলামায়ে ইকরাম ও তাওহিদি জনতা।
সমাবেশে সভাপতিত্ব করেন মধুপুরের পীর আল্লামা আবদুল হামিদ। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বক্তারা ইসরায়েলের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তারা বলেন, ‘আমাদের বর্জনই ইসরায়েলের অন্যায়ের জবাব।’ ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
আবু সাঈদ/এআরএস
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন