গরীবের চালে ভরপুর বিএনপি নেতার ঘর, অভিযানে ৬ মাসের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:৩০
-680a3d056cb93.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার লাকসামে ৯৯৯-এ ফোন পেয়ে এক বিএনপি নেতার বাড়ি থেকে ৩৫০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় মোহাম্মদপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে চালগুলো উদ্ধার করা হয়। আটক ব্যক্তি রবিউল হোসেন রবু গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।
স্থানীয়রা জানান, চালগুলো সন্ধ্যায় এক প্রতিবেশীর ঘরে রেখে যান রবিউল। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ৯৯৯-এ ফোন দেয়। পরে ইউএনও অভিযান চালিয়ে চালসহ রবিউলকে আটক করেন।
জিজ্ঞাসাবাদে তিনি চাল আত্মসাতের চেষ্টা করেছেন বলে স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার ডিলার লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও চলছে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস