আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা, লালমনিরহাটে মানববন্ধন

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:৪৬
-680a40adec108.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লালমনিরহাট শহরের মিশনমোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, 'অবিলম্বে একুশে পদকপ্রাপ্ত ড. মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।'
পাঠকমেলা লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ও আমার দেশ লালমনিরহাট জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাসান উল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাই টিভি ও অবজার পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ সাজু, দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি লাভলু শেখ, এশিয়ান টেলিভিশন জেলা প্রতিনিধি নিয়ন দুলাল, সাপ্তাহিক আলোর মনির সম্পাদক মাসুদ রানা রাশেদ, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি সাব্বির আহম্মেদ লাভলুসহ আরও অনেকে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যদি আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে সারাদেশের সাংবাদিকরা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে।'
এআরএস