টিউবওয়েলের পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:৪৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় টিউবওয়েলের পাশে পড়ে থাকা অবস্থায় রতন দত্ত (৪৮) নামে এক সুপারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার আলেপের তেপথী বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রতন দত্তের বাড়ি লক্ষ্মীপুর জেলার বাঞ্ছানগর থানা রোড এলাকায়। তিনি স্বর্গীয় চাইলস দত্ত ও স্বর্গীয় বকুল দত্তের ছেলে।
জানা গেছে, রতন দত্ত গত দুই সপ্তাহ ধরে নাগেশ্বরীর বিভিন্ন হাট-বাজার থেকে সুপারি সংগ্রহ করছিলেন এবং তা নিজ এলাকায় পাঠাচ্ছিলেন। তার সঙ্গে থাকা সহযোগী গিয়াস উদ্দিন দুই দিন আগে ফিরে যান।
স্থানীয় আড়ৎদার মো. আমিনুর ইসলাম (৫৬) বলেন, রতন দত্ত নিয়মিত আমার আড়ৎ থেকে সুপারি কিনতেন। ২৫ এপ্রিলের মধ্যে তার বাড়ি ফেরার কথা ছিল। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটবে ভাবিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকেই তিনি কিছুটা শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন। এক স্থানীয় চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন তিনি। রাতে টিউবওয়েল থেকে পানি তুলতে গিয়ে হঠাৎ পড়ে যান। সকালে তার নিথর দেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। অধিকতর তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নূর-ই-আলম সিদ্দিক/এমবি