আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শ্রীপুরে এনসিপির বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:৫২
-680a420651c0f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও গণপরিষদ নির্বাচনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচ থেকে শুরু হয়ে উড়াল সেতুর উভয় পাশ প্রদক্ষিণ করে মুগ্ধ চত্ত্বরের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন এনসিপি গাজীপুর জেলা নেতা আবু রায়হান মিসবাহ, কেন্দ্রীয় শ্রমিক উইং নেতা সালাহ উদ্দিন, ছাত্র সংসদ নেতা আদনান সাকিবসহ আরও অনেকে।
মিছিল শেষে মুগ্ধ চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার পাঁয়তারা বন্ধ করার দাবি জানান। মেজর (অব.) মাহমুদ বলেন, 'গণঅভ্যুত্থানের আট মাস পরেও শহীদ ও আহতদের নামের সরকারি গেজেট প্রকাশ হয়নি, যা দুঃখজনক। সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।'
কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, 'আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। বর্তমান সরকার যদি তাদের নিষিদ্ধ না করে পুনর্বাসন করতে চায়, তাহলে এনসিপি সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।'
সোহেল/এআরএস