কুমিল্লায় অস্ত্রধারী সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২০:০৮

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমামুন হাসান রাব্বিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র হাতে নেতৃত্ব দিয়ে হামলার অন্যতম আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ছাত্রলীগ নেতা ইমামুন হাসান রাব্বি কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি কুমিল্লা মহানগর ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, কুমিল্লা নগরীর শাসনগাছাসহ বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অন্যতম আসামি রাব্বি। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কাশারী পট্টিসহ বিভিন্ন এলাকায় ছাত্রদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সাবেক এমপি আকম বাহাউদ্দীন বাহারের কন্যা তাহসিন বাহার সূচনার ‘জাগ্রত মানবিকতা’ সংগঠনেরও অন্যতম সদস্য ছিলেন রাব্বি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই সৈকত মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ নগরীর কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অন্যতম আসামি ইমামুন হাসান রাব্বি। আমাদের একটি টিম তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি