Logo

সারাদেশ

তিন মাসের মধ্যে শেখ হাসিনার বিচার শেষ করতে হবে : এম নাসের রহমান

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২০:২০

তিন মাসের মধ্যে শেখ হাসিনার বিচার শেষ করতে হবে : এম নাসের রহমান

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, ‘বৈশাখ মাস চলছে। আগামী তিন মাসের মধ্যেই শেখ হাসিনার বিচার শেষ করতে হবে। সংস্কার কাজও এই সময়ের মধ্যেই সম্ভব। এরপর অন্তবর্তীকালীন সরকারের হাতে আরও কিছু সময় থাকবে। মানুষ চায়, অগ্রহায়ণ মাসের শেষে জাতীয় নির্বাচন হোক।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসের রহমান বলেন, ‘গত সাড়ে ১৫ বছর বিএনপি রাজনীতি করতে পারেনি। তখন একটি ইউনিয়ন সম্মেলনের চিন্তাও করা যেত না। মিটিং করলেই পুলিশ এসে তা বন্ধ করে দিত। স্বৈরাচার ভেবেছিল ক্ষমতায় চিরকাল থাকবে। কিন্তু ৮ মাস আগে যা ঘটেছে, তা আল্লাহর পক্ষ থেকে বিচার।’

তিনি অভিযোগ করে বলেন, ‘৭৭ বছর বয়সী এক নারী পঁচিশ হাজারেরও বেশি মানুষকে হত্যা ও আহত করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন। নারী-শিশুদের ওপরও গুলি চালানো হয়েছে। এই বর্বরতার বিচার বাংলার মাটিতে মৃত্যুদণ্ড ছাড়া হতে পারে না।’

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসী মিছবাহ উর রহমান, মুজিবুর রহমান মজনু, আয়াছ আহমদ, মারুফ আহমদ প্রমুখ।

শাহরিয়ার খান সাকিব/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর