ওজন বাড়াতে চিংড়িতে অপদ্রব্য পুশ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২০:৫৬
-680a510f0acb2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সাতক্ষীরার শ্যামনগরে রপ্তানি যোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে মো. আতাউর মোড়ল (৩৭) নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অপদ্রব্য পুশকৃত আনুমানিক ২১৭ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করেন।
এর আগে, ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদুল হকের নেতৃত্বে ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামে অভিযান চালিয়ে আতাউর মোড়লকে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে আটক করা হয়। একই সময়ে ২১৭ কেজি চিংড়ি জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, চিংড়িতে জেলি পুশের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় মো. আতাউর মোড়লকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মাছ কেরোসিন ঢেলে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আব্দুস সামাদ/এআরএস