Logo

সারাদেশ

খাগড়াছড়ির সংরক্ষিত বনাঞ্চলে লাল বন মোরগ অবমুক্ত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২১:০৫

খাগড়াছড়ির সংরক্ষিত বনাঞ্চলে লাল বন মোরগ অবমুক্ত

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি বন বিভাগ দুটি আশঙ্কাহীন প্রজাতি লাল বন মোরগ উদ্ধার করে প্রাকৃতিক বনে অবমুক্ত করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি আলুটিলার সংরক্ষিত বনাঞ্চলে বন মোরগ দুটি অবমুক্ত করা হয়।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, বন্য প্রাণী রক্ষার্থে বন বিভাগ কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে বন বিভাগের একটি টিম বাজার টহলের সময় দুইটি বন্য মোরগ বিক্রির জন্য আনা হলে তা উদ্ধার করা হয়।

বিক্রেতা তার ভুল বুঝতে পেরে ভবিষ্যতে বন্য মোরগ শিকার বা বিক্রি না করার প্রতিশ্রুতি দেন। পরে মোরগ দুটি বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।

বন কর্মকর্তা ফরিদ মিঞা আরও বলেন, ‘প্রকৃতিতে প্রাণীদের বাঁচার অধিকার রয়েছে। বন উজাড় ও বন্যপ্রাণী শিকারের কারণে এসব প্রাণী হারিয়ে যাচ্ছে। আমাদের সচেতনতা তৈরি না করলে ভবিষ্যত প্রজন্ম এই প্রাণীগুলিকে দেখতে পাবে না।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর