কক্সবাজারে দখলদারদের বার্তা না দিয়ে উচ্ছেদ চলবে : রেজওয়ানা হাসান

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২১:২০
-680a56ae4196d.jpg)
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান
কক্সবাজারের আলোচিত ৫১ একর বনভূমি দখলমুক্ত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, ‘দায়িত্ব নেয়ার পরপরই কক্সবাজারের ডিসিকে ফোন করে দখলদারদের উচ্ছেদে উদ্যোগ নিতে বলেছি।’
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বাঁকখালী নদী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। পরিবেশকর্মী হিসেবে আগেও এই নদীর দখলমুক্তির দাবিতে আন্দোলন করেছেন জানিয়ে তিনি বলেন, ‘এ নদী কক্সবাজারবাসীর জীবনের অংশ, একে উদ্ধার করা এখন সময়ের দাবি।’
তিনি জানান, যেসব এলাকায় আদালতের স্থিতাবস্থা রয়েছে, সেগুলো আইনগতভাবে মোকাবিলা করা হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে কিছুটা দেরি হলেও প্রশাসন শিগগিরই উচ্ছেদ অভিযান শুরু করবে। তবে তারিখ প্রকাশ না করে বলেন, ‘দখলদারদের বার্তা দিয়ে উচ্ছেদ হয় না।’
উপদেষ্টা জানান, তথাকথিত উন্নয়নের নামে সাড়ে ১২ হাজার একর বনভূমি নষ্ট হলেও এখন তা বন বিভাগকে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘সৈকতে যেভাবে নির্মাণ চলছে, তা রোধ করা না গেলে এটি সাধারণ মানুষের সিবীচ না থেকে ব্যক্তিমালিকানায় পরিণত হবে। সেটা হতে দেয়া যাবে না।’
সোনাদিয়া দ্বীপ নিয়েও অগ্রগতি হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “বিগত সরকার দ্বীপটি বেজাকে দিয়েছিল, কিন্তু এখন তারা বলেছে এটি আর প্রয়োজন নেই। ফলে ভূমি মন্ত্রণালয় এটি বন বিভাগের আওতায় এনে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করবে।”
তিনি আরও বলেন, ‘সরকারের এই সীমিত সময়ের মধ্যেই কক্সবাজারের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।’
এআরএস