Logo

সারাদেশ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ আসবে না : এ্যানী

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২১:৪৩

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ আসবে না : এ্যানী

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, নির্বাচনের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের মাটিতে আর কখনও ফ্যাসিবাদ ফিরে আসবে না।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় ঠাকুরগাঁও এসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তনে আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা’য় এসব কথা বলেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব  বলেন, একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে ২৭ দফার ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। পরবর্তীতে সেটি ৩১ দফায় উন্নীত হয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুগপৎভাবে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ৩১ দফা ঘোষণা করা হয়। 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা ছিল সকল দল ও মতকে একত্রিত করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো। সেটি ৩১ দফার মাধ্যমে ধীরে ধীরে সম্ভব হয়ে উঠছিল। যার ফলে আন্দোলনও বেগবান হয়েছিল।  সেই আন্দোলনটি এক দফার ভিত্তিতে শেখ হাসিনার পদত্যাগ ঘটিয়েছে। এ আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। মামলা খেয়েছেন, গুম-খুন হয়েছেন। কিন্তু তারপরও আমরা কখনো পিছপা হইনি।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন নেতা, জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আবু সালেহ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর