Logo

সারাদেশ

শিবচরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২২:০৩

শিবচরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলায় গলাকাটা অবস্থায় কামরুল চোকদার (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের গাজীকান্দি গ্রামের প্রেমতলা ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে একটি খালের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কামরুল চোকদার শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের দাদন চোকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা খালের মধ্যে ছন-আগাছায় ঢাকা একটি গলাকাটা মরদেহ দেখতে পান। বিষয়টি জানানো হলে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহটি গলাকাটা অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।

খলিল মিয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর