চাঁদপুরে কৃষকদের অংশগ্রহণে মঞ্চস্থ হলো ‘কৃষি কথা’ নাটিকা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:২২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৩১ দফার ২৭তম দফা ‘কৃষি সংস্কার’-এর আলোকে চাঁদপুরের কচুয়ায় মঞ্চস্থ হলো ব্যতিক্রমধর্মী কৃষিভিত্তিক নাটিকা ‘কৃষি কথা’।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।
অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং চ্যানেল ২৪-এর হেড অব ডিজিটাল রাজিব খান ও উপস্থাপিকা শাহরিন জাবিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কৃষকরা।
নাটিকায় কৃষকের জীবনের বাস্তব চিত্র, কৃষিনির্ভর অর্থনীতি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা ও কৃষি খাতের সমস্যা-সম্ভাবনা তুলে ধরা হয়। এতে স্থানীয় কৃষকদের পাশাপাশি জাতীয় পর্যায়ের নাট্যশিল্পীরাও অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, প্রবাসে থাকার কারণে দেশে দীর্ঘদিন আসতে পারি নাই। ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর যখন আমি দেশে আসলাম, তখনই দেখতে পেলাম তারেক জিয়ার রাষ্ট্র সংস্কারে ৩১ দফা। তারমধ্যে ২৭ তম দফায় কৃষি সংস্কার। দেশ গঠনে এই দফা নিয়ে কাজ করতে আমার মধ্যে খুবই আগ্রহ জাগে।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল কৃষক হওয়ার। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও কৃষক হতে পারিনি। তবে ইচ্ছে আছে আমার দেশের কৃষকদের নিয়ে কিছু একটা করার। তারই অংশ হিসেবে আজকে আমার ছোট্ট একটি আয়োজন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। কৃষিপণ্য বিক্রি, সারের দাম, বীজ সংকটসহ নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন উপস্থিত থেকে সরকারি সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
আলআমিন ভূঁইয়া/এটিআর