Logo

সারাদেশ

স্বামীকে হত্যার অভিযোগ, পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেপ্তার

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:৩৭

স্বামীকে হত্যার অভিযোগ, পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

গ্রেপ্তাররা হলেন, ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের দেপাশাই উত্তর পাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা মো. তোফাজ্জল মিয়া (৪৮) এবং সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকার জয়তুন (৪০)। নিহত মো. আলী (৩৮) জয়তুনের স্বামী। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ জানায়, ২০ এপ্রিল সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন মো. আলী। এরপর সন্ধ্যায় ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের চতুর্থ তলার একটি টয়লেট থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে জানা যায়, নিহত মো. আলীকে হত্যার পরিকল্পনা করেছিলেন তার স্ত্রী জয়তুন ও প্রেমিক তোফাজ্জল। ঘটনার দিন বাঁশ কেনার কথা বলে তোফাজ্জল মো. আলীকে নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তোফাজ্জল ইট দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর জয়তুন ঘটনাস্থলে গিয়ে চাকু দিয়ে মাথা ও পিঠে একাধিক আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।

পরে সন্ধ্যায় ওই ভবনে খেলতে যাওয়া কয়েকজন শিশু মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় প্রথমে তোফাজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে জয়তুনকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা শাহীনুর কবির বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

  • মনোয়ার হোসেন রুবেল/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর