Logo

সারাদেশ

ট্রেনের বগিতে মিলল কোটি টাকার হেরোইন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:৫৭

ট্রেনের বগিতে মিলল কোটি টাকার হেরোইন

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে অভিযান চালিয়ে যাত্রীবাহী ট্রেন থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের একটি দল এ অভিযান চালায়।

মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর রেলস্টেশনে ট্রেন তল্লাশি চালানো হয়। এ সময় বগির ভেতর লুকানো অবস্থায় ১ কেজি ১২৫ গ্রামের একটি হেরোইন প্যাকেট পাওয়া যায়।

তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ২৫ লাখ টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে বলেও জানিয়েছে বিজিবি।

  • এম বুরহান উদ্দীন/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর