Logo

সারাদেশ

বান্দরবানে ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৫:০৩

বান্দরবানে ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

‘উন্নত গ্রাহক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ’ এ প্রতিপাদ্যে বান্দরবানে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে একটি ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে বান্দরবান পর্যটন মোটেল সভাকক্ষে কর্মসংস্থান ব্যাংক আঞ্চলিক কার্যালয়, কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মসংস্থান ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মোমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এএফএম মতিউর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের নিরীক্ষা মহা বিভাগের মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম, কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল আনোয়ার চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক মুজতবা আলী হোসেন, বান্দরবান শাখার ব্যবস্থাপক জানে আলমসহ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ১৬টি শাখার ৬৪ জন কর্মকর্তা।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঋণ কার্যক্রমে পিছিয়ে থাকার কারণে ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। বক্তারা ঋণ খেলাপি রোধ ও আদায়যোগ্য ঋণের যথাযথ আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আদায়যোগ্য ঋণের বিপরীতে আদায়ের অগ্রগতি, খেলাপি ঋণ, শ্রেণিকৃত ঋণ, অবলোপনকৃত ঋণ আদায়, ঋণ বিতরণ, স্থগিত সুদ আদায়, আমানত সংগ্রহ ও মুনাফা বৃদ্ধিসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সোহেল কান্তি নাথ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর