Logo

সারাদেশ

ভারতে প্রবেশকালে নারী-শিশুসহ ২৫ বাংলাদেশি আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৫:৪৪

ভারতে প্রবেশকালে নারী-শিশুসহ ২৫ বাংলাদেশি আটক

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় নারী-শিশুসহ ২৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা নড়াইল, খুলনা, ঢাকা, মাগুরা ও যশোর জেলার বাসিন্দা।

শুক্রবার দুপুরে মহেশপুরে দায়িত্বপ্রাপ্ত ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভ্যন্তরীণ সীমান্ত গ্রাম পলিয়ানপুরের আব্দুর রহিমের ভুট্টা খেতে নিয়মিত টহলের সময় ২৫ জনকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, হাবিলদার মো. জুয়েল হোসেনের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ বাংলাদেশিদের আটক করে। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার শাখার প্রতিনিধিদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।

বুরহান উদ্দীন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর