কোরআন বিরোধী প্রতিবেদন বাতিলের দাবিতে সুনামগঞ্জে হেফাজতের বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৬:০৬

ছবি : বাংলাদেশের খবর
নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুমা হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের আলফাত স্কয়ারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা আব্দুল বছীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক আহমদীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বছীর।
সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক আহমদীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়পাড়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহিদুল ইসলাম, তেঘরিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আলীনুর, হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, অর্থ সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, হেফাজত নেতা রহমতুল্লাহ ও দারুল আরকাম মাদ্রাসার মুহতামিম শায়খ কামরুজ্জামান।
সমাবেশে বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন এবং সেই কমিশন বাতিল করতে হবে। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার করতে হবে। ফিলিস্তিন ও ভারতে চলমান গণহত্যা এবং নিপীড়ন বন্ধ করতে হবে।
আব্দুল হালিম/এমবি