Logo

সারাদেশ

সাতক্ষীরায় বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৬:২৪

সাতক্ষীরায় বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

ছবি : সংগৃহীত

সাতক্ষীরার পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা–খুলনা মহাসড়কের কুমিরা বাসস্ট্যান্ডের অদূরে কদমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রীতা সাধু (৩০) ও সৌরভ সাধু (৫)। তারা সম্পর্কে মা-ছেলে। রীতা সাধু খুলনা জেলার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দীন জানান, অপূর্ব সাধু মোটরসাইকেলে তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে যশোরের সাগরদাঁড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা মোড়ে পৌঁছে সাগরদাঁড়ির দিকে যাত্রা শুরু করলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান রীতা সাধু ও সৌরভ সাধু। এছাড়া আহত হন অপূর্ব সাধু ও তার মেয়ে। তাদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মাঈনুদ্দীন।

আব্দুস সামাদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর