Logo

সারাদেশ

ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে নলছিটিতে বিক্ষোভ

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৮:৩৪

ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে নলছিটিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ভারতে মুসলিমদের হত্যা ও নিপীড়ন বন্ধ এবং বাংলাদেশে কোরআন বিরোধী নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর শহরের মার্চেন্টেস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নলছিটি বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নেতা মুফতি হানযালা নোমানী। তিনি বলেন, ভারতে মুসলিমদের ওপর চলমান গণহত্যা ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি বাংলাদেশে কোরআন বিরোধী নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করতে হবে।

শাহাদাত হোসেন মনু/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর