কুয়াকাটা থেকে বিকাশের ডিএসও সোহেল গ্রেপ্তার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২০:১৩

ছবি : বাংলাদেশের খবর
কুয়াকাটা থেকে ঢাকার আশুলিয়ায় কর্মরত বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) সোহেল আরমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে কুয়াকাটার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোহেল আরমান ঢাকার সাভার এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়া থানায় একটি বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
সোহেলের বিরুদ্ধে অভিযোগ, গত ১৭ এপ্রিল সকালে সোহেল আশুলিয়া বিকাশ অফিস থেকে ২০ লাখ টাকা ক্যাশ এবং বিকাশ এজেন্টদের কাছ থেকে ৮ লাখ টাকা নিয়ে আত্মগোপন করেন। এরপর আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন এলাকায় তার লোকেশন ট্র্যাক করে খোঁজা শুরু হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সোহেল কুয়াকাটায় এসে একটি অভিজাত হোটেলে কক্ষ ভাড়া নেন। সেখানে রাত্রিযাপন করেন তিনি। পরে কুয়াকাটার এক অটোচালকের সাথে সোহেল মোবাইলে যোগাযোগ করেন। পরে মোবাইল বন্ধ করে রাখেন। প্রশাসন তার মোবাইল ট্র্যাক করে সেই অটোচালকের সাথে যোগাযোগ করে এবং কুয়াকাটার আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
হোটেল কর্তৃপক্ষ জানায়, সোহেল একা অফিসিয়াল কাজে কুয়াকাটা এসেছিলেন। তার এনআইডিসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কক্ষ ভাড়া নেওয়া হয়েছিল।
আশুলিয়া থানার এসআই আশরাফুল হাসান তার টিম নিয়ে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে সোহেলকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
এ বিষয়ে এসআই আশরাফুল বলেন, সোহেল অত্যন্ত চালাক প্রকৃতির লোক ছিলেন। বারবার গন্তব্য পরিবর্তন করায় তাকে গ্রেপ্তার করতে কিছুটা বিলম্ব হয়েছে। তার বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাকারিয়া জাহিদ/এমবি