Logo

সারাদেশ

বাঁশখালীতে জামায়াতের দাওয়াতি গণসংযোগ

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২১:০৯

বাঁশখালীতে জামায়াতের দাওয়াতি গণসংযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি পক্ষ উপলক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার চাম্বল বাজার ও নাপোড়া বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সহকারী সেক্রেটারি ও বাঁশখালী আসনের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, নায়েবে আমির আবদুর রহীম ছানুবী, চাম্বল ইউনিয়ন জামায়াতের আমির আবদুল জলিল মানিক ও সেক্রেটারি মাওলানা মোস্তফা হোসাইন হেলাল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাস্টার নাজিম উদ্দীন, তরবিয়াত সেক্রেটারি মাস্টার আইয়ুব ওসমানী, বায়তুলমাল সম্পাদক হুমায়ুন মোরশেদ, যুব সম্পাদক কফিল উদ্দীন ও ওলামা সম্পাদক ক্বারী জহিরুল ইসলাম প্রমুখ।

গণসংযোগকালে নেতারা বলেন, দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় সকলকে জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। তারা ইসলামি আদর্শে সমাজ গড়ার আহ্বান জানান এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সংগঠনের বার্তা পৌঁছে দেন।

তাফহীমুল ইসলাম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর