Logo

সারাদেশ

গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোবাইকচালক নিহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২১:২৯

গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোবাইকচালক নিহত

গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনিস মিয়া ঠান্ডা (৩৭) নামে এক অটোবাইকচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) ভোররাতে শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনিস মিয়া সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পত্রিকা বিক্রেতা ও অটোবাইক চালক হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও পত্রিকা বিক্রির পর অটোবাইক চালাচ্ছিলেন আনিস। রাত আনুমানিক দেড়টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে কয়েকজন অপরিচিত ব্যক্তি যাত্রী সেজে তার অটোবাইকে ওঠে। তারা স্টেডিয়াম এলাকায় যাওয়ার কথা বলে আনিসকে নিয়ে যান।

গন্তব্যে পৌঁছানোর পর দুর্বৃত্তরা তার অটোবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চাবি দিতে অস্বীকৃতি জানালে তার পেটে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আঘাতে পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে আসে।

গুরুতর আহত অবস্থায় তিনি সড়কে পড়ে থাকেন। ভোরবেলা এক পথচারী তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে আনিসের মৃত্যু হয়।

গাইবান্ধা পত্রিকা বিতানের স্বত্বাধিকারী আব্দুর রহমান জানান, আনিস দীর্ঘদিন ধরে গাইবান্ধা শহরে পত্রিকা বিক্রি করে আসছেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল হক তালুকদার জানান, স্টেডিয়াম এলাকায় এক যুবক দুর্বৃত্তের আঘাতে নিহত হওয়ার খবর পেয়েছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আতিকুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর