ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২১:৪৩

ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত করেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. আসাদুল ইসলাম (২৮) ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আসাদুল নদী পার হওয়ার সময় বিএসএফ তিন রাউন্ড গুলি চালায়। এতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৫ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ৬০০’র বেশি বাংলাদেশি নিহত হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিএসএফের গুলিতে ও নির্যাতনে অন্তত ৬০৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর তথ্য অনুযায়ী, একই সময়ে বিএসএফ সদস্যদের হাতে অন্তত ৫৮২ বাংলাদেশি নিহত এবং ৭৬১ জন আহত হয়েছেন।
লিটন হোসাইন জিহাদ/এমবি