Logo

সারাদেশ

মৌলভীবাজারে লজ্জাবতী বানর উদ্ধার

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৬

মৌলভীবাজারে লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৫ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার নিমাই শিব বাড়ির শংকরসেনা গ্রামের গড় পাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করেন পথচারী জুনু মিয়া। 

পরে প্রাণীটিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘বিরল এই লজ্জাবতী বানর গ্রামে ঢুকে ধীরে ধীরে হাঁটছিল। এ সময় একটি কুকুর হঠাৎ তাকে আক্রমণ করলে সে ভীত হয়ে পড়ে। কুকুরের চিৎকারে পথচারী জুনু মিয়া এগিয়ে এসে বানরটি উদ্ধার করেন। পরে বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হয়।’

বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক জানান, প্রাণীটিকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। প্রাণীটি অসুস্থ। সুস্থ করে তোলা হলে তা লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।’

উল্লেখ্য, লজ্জাবতী বানর একটি নিশাচর ও সংরক্ষিত বন্যপ্রাণী, যা বাংলাদেশে বিরল হিসেবে বিবেচিত।

শাহরিয়ার খান সাকিব/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর